রফিকুল আলম,ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার ২২ নভেম্বর সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নাজমুল করিম, মিজান সরকার, উপ সহকারী কৃষি কর্মকর্তা রুবেল নাথ ও সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব। সভায় ইউপি সদস্য ও সচিব সহ প্রায় হাজারের অধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় গত অর্থবছরের কার্যক্রম,আর্থিক হিসাব,সেচ ব্যবস্থার উন্নয়ন,পানি ব্যবহারে আধুনিক পদ্ধতি এবং আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সমিতির সভাপতি ও চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,মহাজনী ঋণ থেকে বাঁচাতে স্থানীয় চাষিদের নিয়ে ২০১১ সালে এ সমিতির যাত্রার শুরুতে সদস্যদের কাছ থেকে ৫০ টাকা করে জমা নেওয়া হতো। ইউনিয়নের একটি খালে বাঁধ দিয়ে পানি জমিয়ে পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা হয়। এতে কৃষকের মনে উৎসাহ দেখা দেয়। সে থেকেই সমিতির সদস্য বৃদ্ধির সাথে মূলধনও বৃদ্ধির কারনে সমিতি এখন দেশের জন্য মডেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন,এখন সমিতিতে প্রায় ১৪ কোটি টাকা জমা আছে। এছাড়া শেয়ার মূলধন এবং ৬ কোটি টাকার বেশি কৃষকের মাঝে ঋণ রয়েছে। সমিতির নিজস্ব জায়গায় করা হয়েছে পাকা ভবন।
তাদের শ্রম আজ স্বার্থক হয়েছে দেশসেরা সমিতির স্বীকৃতির মাধ্যমে। এ অর্জন আগামীতে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে সেচব্যবস্থা টেকসই করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগ নিলে উৎপাদন বাড়বে এবং কৃষক আরও উপকৃত হবে।
তিনি আরো বলেন,কৃষকের এ অবদানে সরকার ও অংশীদার হয়ে কৃষকের জন্য কৃষি অধিদপ্তরের মাধ্যমে বীজ,সার ও কীটনাশক প্রণোদনা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। এ সমিতি দেশ সেরা পুরস্কার পেয়েছে কৃষকের ঐক্যবদ্ধ সমিতির সফলতার স্বীকৃতি হিসেবে।
আশা করি আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।
উল্লেখ্য,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অংশ্রগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ প্রতিবছর জমকালো আলোচনার মধ্যদিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।