রফিকুল আলম :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারী জমি অবৈধ দখল করে স্থাপনা নির্মান করার অপরাধে মো: এমরান নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে। এসময় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে অর্ধকোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিক ম্যাজিস্ট্রেট মো:মেজবাহ উদ্দিন
রোববার ৩ নভেম্বর দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে জায়গা উদ্ধার,জরিমানা ও জেল প্রদান করেন।
জানা যায় উপজেলার আজাদীবাজার এলাকায় ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের আনুমানিক ১.৫ শতক সরকারী খাস জায়গা অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দেয় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনৈক আব্দুল মাবুদের পুত্র মো: এমরান। মোবাইল কোর্টের সময় অবৈধ দখলকারী এমরানকে আটক করে। এসময় এমরান অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ধারা ১১ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত জায়গার বর্তমান বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা।