রফিকুল আলম :
ফটিকছড়িতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশনের সমাবেশে বক্তারা বলেছেন নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের চার দফা দাবীর একটি হলো ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা করা। আমাদের দেশের শ্রমিকদের ন্যায অধিকার না দিয়ে তাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়েছে। কিন্তু শ্রমিকদের অধিকার দেয়নি। বক্তারা আরোও বলেন,ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে। যারা সংঘঠনের নাম দিয়ে লুটপাঠ করার চিন্তা করবে তাদের ছাড় দেবেনা এ সংগঠনের খেটে খাওয়া শ্রমিকরা।শনিবার ৯নভেম্বর ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল সহকারে সমাবেশে অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সহ- সেক্রেটারি জেনারেল মোহাম্মদ লুৎফর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন ইমু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী উপদেষ্টা অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, এড.আলমগীর মুহাম্মদ ইউনুছ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর,উত্তর জেলার উপদেষ্টা মোঃ ফজলুল করিম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম,ফেডারেশনের উত্তর জেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আজাদ,উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন সিকদার, ফেডারেশনের জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ ইসমাইল গনি, উপদেষ্টা ইউসুফ বিন সিরাজ,লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মাসুদুর রহমান, উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, জিয়া উদ্দিন হায়দার সম্রাট, এজাহারুল ইসলাম,ইন্রাহিম খলিল, ফোরকানুল আমিন ও কাজী জাবেদ হোসেন। ফেডারেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চলানায় সমাবেশে আরো বক্তব্য রাখেন,সিএনজি সেক্টর সভাপতি আনোয়ারল আজিম মেম্বার,ফেডারেশনের কাঞ্চননগর ইউপি সভাপতি লোকমান চৌধুরী,পৌরসভা শাখার সভাপতি ইব্রাহিম খলিল,শফিউল আলম,মামুন উদ্দিন চৌধুরী, নাজিরহাট পৌরসভার সভাপতি ওসমান গণি প্রমূখ।
সভায় বক্তরা আরো বলেন,বিগত সময়ে শ্রমিকদের সুবিধার জন্য কেউ এগিয়ে আসেনি। যারা এসেছে তারা শ্রমিকের কষ্টে অর্জিত টাকা খেয়ে নিজেকে প্রতিষ্টা করার জন্য লিপ্ত ছিল। এখন শ্রমিক কল্যাণ ফেডারেশন করা হয়েছে শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য। আগামীতে শ্রমিকের কল্যাণে দৃশ্যমান কাজ হবে।