রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে মাটির ট্যাংকে (একটি গর্তে) মজুদ করে রাখা সুপারি উপরে তুলতে মই দিয়ে নিচে গিয়ে অক্সিজেনের অভাবে মুহাম্মদ শফি(৪৬) ও শহিদুল্লাহ (৩৬) নামের ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে এ ঘটনায় শফিউল আলম(৫০), মুহাম্মদ ফারুক(২৮) ও মুহাম্মদ তৌহিদ(৪০) আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রথম ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও তৌহিদ নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মহিন উদ্দিন।
শুক্রবার ১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম হাইদ চকিয়া গ্রামের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুসহোদর উক্ত জনৈক ছালে আহমদ সওদাগরের পুত্র।
জানা যায়,নিহতের পরিবারের সকলে পৈত্রিক সূত্র সুপারী ব্যবসায়ী। তারা মৌসুমে সুপারী ক্রয় করে বস্তার ভিতর সুপারী রেখে বস্তার মূখ বেধেঁ মাটির ট্যাংকে (গর্তে) রেখে উপরে ঢেকে রাখেন। কয়েক মাস পর বিক্রির জন্য সুপারী উত্তোলন করেন। গর্তে আলো- বাতাস না থাকায় গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরীর কারনে এ মর্ম্মান্তিক ঘটনা ঘটে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,সংবাদ পেয়ে
ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে অপর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি আরো বলেন, মাটির একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরী হয়। ফলে অক্সিজেনের অভাবে বিষক্রিয়ায় কেউ প্রাণ হারায় আর কেউ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।