ফটিকছড়ি পৌর এলাকার অর্ধশত বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য বারের মতো এবার ও সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি পৌরসভা কর্তৃপক্ষ। মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ সিডেম্বর (রবিবার) দুপুরে পৌরসভা মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান।
প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধ কালীন বি.এল.এফ কমান্ডার আনোয়ারুল আজিম।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা মাওলানা মোঃ ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।
কাউন্সিলর গোলাপ মাওলার সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তারা এক সাথে সকল বীর মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্টানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কাউন্সিল মুহাম্মদ রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী চৌধুরী, বিবিরহাট বাজার কমিটির সভাপতি এস এম সোলাইমান কোম্পানি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে আজাদ বাবুল
ও পৌরসভা ছাত্রলীগ সভাপতি এস এম আবু শোয়েব।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলর, ছাত্রলীগ নেতা সাহেদুল আলম সাহেদ, সাজ্জাদ,আনোয়ার, জিকু, জাবের প্রমু্খ।