রফিকুল আলম :
ফটিকছড়ি উপজেলা সদর বাস ষ্টেশনস্থ সিএনজি (অটোরিক্সা) চালক সমবায় সমিতি’র এক মতবিনিময় সভা গত ১ নভেম্বর সন্ধ্যায় ফটিকছড়ি বাস ষ্টেশন সংলগ্ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি পৌরসভা সিএনজি অটোরিক্সা ও অটোটেম্পো চালক সমবায় সমিতি’র সভাপতি মোঃ সরোয়ার আলমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর মো: তুহিন, উপজেলা সমবায় অফিসার এম. এ শহিদ ভূঁইয়া,সহকারী সমবায় অফিসার মো. আব্দুল মান্নান, জামায়াতে ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সেক্রেটারী ইউছুপ বিন সিরাজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দীন ইনু,জামায়েত নেতা মো: ইব্রাহিম খলিল,মো: ফোরকানুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, সড়ক পথে শৃঙ্খলা আনতে ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে চালাকদের ভূমিকা অপরিহার্য। তিনি চালকদের যত্রতত্র গাড়ী পার্কিং করে প্রতিবন্ধকতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। তাছাড়া তিনি সমিতির উন্নয়নে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।