রফিকুল আলম :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটস্থ সেন্ট্রালপার্ক হসপিটালে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোকসানা আক্তার মুন্নি(৩১) মারা গেছেন।
রোববার ১ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে,প্রসব ব্যথা ওঠায় গত ২৪ আগস্ট সন্তান প্রসবের জন্য নাজিরহাটস্থ সেন্ট্রালপার্ক হসপিটালে ভর্তি করানো হয় ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড মোহাম্মদ জ্জামান চৌধুরীব বাড়ীর মৃত ফোরকান আহমেদের স্ত্রী মুন্নি (৩২) কে।
একই দিন মুন্নি আক্তারকে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করান ওই হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. সোলাইমান। প্রসবের দুই দিন পর ২৭ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেলে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) সংকট থাকায় পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো তাকে।
ভূল চিকিৎসার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান মুন্নী।
এদিকে, গত ২৯আগস্ট সিভিল সার্জেনের কার্যালয়ের স্বারক নংঃ সিএসসি/শা-৪/২০২৪/৩০০৮ মূলে সেন্ট্রাল হসপিটালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।
ওই কমিটিকে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম প্রসূতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন-আমরা তদন্ত কমিটি কাজ শুরু করেছি। কয়েকদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তিনি আরো বলেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর সাথে তদন্ত কমিটির সবাই এ বিষয়ে আলোচনা করে তদন্ত রিপোর্ট নিদিষ্ট সময়ের মধ্যে জমা দেব।
এদিকে ১ সেপ্টেম্বর বাদ আছর মরহুমা রোকসানা আকতার মুন্নী’র জানাযার নামাজ ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া সেয়ানের টিলায় অনুষ্টিত হয়। জানাযার নামাজে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী,টিএইচও ডা.মো: আরেফিন আজিম ও সাবেক চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সর্বস্তরের কয়েক শত মুসল্লি জানাযার নামাজে অংশ গ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন,রাঙ্গামাটিয়া মির মুনিরী দরবার শরীফের শাহাজাদা আলহাজ্ব সৈয়দ আবু বক্কর মুনিরী।
উল্লেখ্য ২ মাস আগে উক্ত প্রসুতি
রোকসানা আক্তার মুন্নি’র স্বামী শারীরিক অসুস্থতায় মারা যায়। উক্ত দম্পত্তির ৩ শিশু কন্যা ও সদ্য ভূমিষ্ট পুত্র সন্তান রয়েছে।