1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

ফেলে আসা ৯৯ ব্যাচের সমুদ্র বিলাসে স্মৃতিময় একদিন

Tasib Internet and crest house


এসএম রাশেদ

দীর্ঘ ২১ বছর পর আবারো সে ফেলে আসা দোহাজারী জামিজুরী আহমদুর রহমান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের নিয়ে ঘুরে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। চলতি বছরের ১ মার্চ হঠাৎ দোহাজারীতে বন্ধু টিপু সোলতানের সাথে দেখা হয় রাশেদ খান মেনন, মোহাম্মদ ফারুক ও প্রহর উদ্দীনের সাথে। তারা আয়োজনের কথা তুলে ৯৯ ব্যাচের বন্ধুরা মিলে কোথাও ভ্রমনের। তারপর তারা ভ্রমনের উদ্যোগ নিয়ে একেক বন্ধুর সাথে মোবাইল ফোনে ও দেখা স্বাক্ষাতে ভ্রমনের আলাপচারিতা চালিয়ে যেতে থাকে। তাদের মতামতে অনেক বন্ধু গুরুত্ব দিয়ে ভ্রমণের জন্য ১৩ মার্চ তারিখ নির্ধারণ করে। তবে প্রথমে ভ্রমনের জন্য নির্ধারণ করা হয় চন্দনাইশ-সাতকানিয়া সীমান্ত দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীতে নৌকা ভ্রমনের মাধ্যমে ধোপাছড়িতে ভোজপর্ব সারবে এবং পাহাড়ী এলাকা ঘুরে দিনটি সকলের সাথে আনন্দ উপভোগ করবে। তারপর দেখা দেয় একেক বন্ধুর এক মত পার্থক্য। পরে আবারও সিদ্ধান্ত হয় চট্টগ্রাম পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন এলাকা মেঘলাতে। এতেও অনেকের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। তবে বন্ধু রাশেদ খান মেননের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের কথা তুলতে সবাই একমত পোষণ করেন। তারপর নির্ধারণ কক্সবাজার সমুদ্র বিলাসের জন্য ৫’শ টাকা ভ্রমণ ফি। এবার তারা শুরু করে দেয় টাকা সংগ্রহ। ৯৯ ব্যাচের প্রায় ২”শ বন্ধু বান্ধবীদের মধ্যে কে কোথায় কি করে একে অপরের সহযোগীতায় যোগাযোগ বৃদ্ধি করে আয়োজককারী রাশেদ খান মেনন, জহির উদ্দীন মোহাম্মদ সোহেল, মোঃ ফারুক, বশির, নাছির, ভাষকর মজুমদার, নাহিদুর রহমান, সাইফুল ইসলাম খোকন, এসএম প্রহর হারুন, জসীম টিপুসহ আরো কয়েকজন। তবে ৯৯ ব্যাচের সকল বন্ধুরা কেউ সরকারী বেসকারী চাকুরীজীবি,কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, কেউ প্রবাসীসহ একেক জন একেক ভাবে প্রতিষ্ঠিত। ৯৯ ব্যাচের বন্ধুরা থাকলেও কোন বান্ধবীরা এ ভ্রমণের অংশগ্রহণের উদ্যোগ ছিল না। ভ্রমনের জন্য ৫’শ টাকার উপরে যে যার সাধ্যমত টাকা দেয়। আবার অনেক কর্মজীবি বন্ধু আনন্দ ভ্রমণে যেতে না পারলেও তারা বন্ধুদের আনন্দ ভ্রমণের কথা শুনে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। আবার অনেক প্রবাসী বন্ধুরাও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পেরে তারাও বিদেশ থেকে বন্ধুদের আনন্দ ভ্রমণের জন্য সহযোগীতার করেন। প্রবাসী ও কর্মজীবি প্রায় ৫৯জন বন্ধু পিকনিকে যাওয়ার জন্য টাকা জমা দেয়। এবার ঘনিয়ে এল ১৩ মার্চ কক্সবাজার সমুদ্র বিলাস ভ্রমণের সময় ও তারিখ। এর আগে আয়োজক কমিটি পিকনিকের গাড়ী, গেঞ্জি,নাস্তা,খাবারের আয়োজনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে। সমুদ্র বিলাস ভ্রমনের যাওয়ার আগের দিন ১২ মার্চ আয়োজক কমিটির কয়েক বন্ধু সকলের সাথে ৯৯ ব্যাচের ফেইসবুক ম্যাশিনজার ও মোবাইল ফোনের মাধ্যমে ১৩ মার্চ সকাল ৭টার মধ্যে দোহাজারী হাজারী টাওয়ার চত্বরে উপস্থিত হওয়ার জন্য আহবান করেন। তারপর সে ১৩ মার্চ সকাল ৭টায় অন্যান্য বন্ধুদের মত উপস্থিত হলাম আমিও। তারপর ৯৯ ব্যাচের প্রিন্ট করা লাল রঙ্গের গেঞ্জি পড়ি সবাই। যদিও গাড়ী সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও সকল বন্ধুরা সঠিক সময়ে আসতে না পারায় গাড়ীটি ছাড়তে প্রায় ৮টা বাজে। তারপরও অনেক বন্ধু দেখা যায় তাদের বিভিন্ন কাজ থাকায় অংশগ্রহণ করতে না পারলেও আমরা ৩৪জন বন্ধু পিকনিকে জন্য ভাড়া করা হানিফ যাত্রীবাহী বাসে উঠেপড়ি। তারপর আমরা সবাই গাড়ীতে উঠে প্রথমে প্রাণের বিদ্যালয়ে গিয়ে ফটো সেশন করি। এবার রওনা দিলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্যেশ্য। তারপর গাড়ীতে দেখা হয় অনেক বন্ধুর সাথে দীর্ঘ ২১ বছর পর। সৌজন্যে স্বাক্ষাত হয় সবার সাথে। গাড়ীতে পূর্ব থেকে পিকনিকের জন্য ভাড়া করে সাউন্ড সিন্টেম লাগিয়ে রাখানো ছিল। গাড়ী একটু যেতে শুরু হয় ৯৯ ব্যাচের প্রথম পিকনিকে উদ্ধকতা আনোয়ারের কোরআন তেলোয়াত মাধ্যমে। তারপর একে একে সব বন্ধুরা তাদের জীবন বৃত্তান্ত তুলে ধরেন এবং স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। এ ফাঁকে ভ্রমনের আয়োজক বন্ধুরা নাস্তা হাতে তুলে সবার কাছে। এভাবে আমরা পৌঁছে যায় কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারী পার্কে। সেখানে প্রায় পৌনে ১ঘন্টা বেড়ানোর পর আবার রওনা দিয় কক্সবাজার। দুপুর যখন সোয়া ১২টা তখন আমাদের পিকনিকে গাড়ী কলাতলী সমুদ্র পয়েন্টে গিয়ে পৌঁছে। তারপর বন্ধু প্রহরের বলে উঠেন আমরা অনেক দুর থেকে এসেছি এখন একটি করে ডাব পান করি। সবাই মিলে ডাব পান করার মুর্হুতে জুমার আযান হয়। কেউ নামাজ পড়তে চলে যায়। বন্ধুদের মধ্যে ভাষকর, রূপন,চন্দন, রবিন্দ্র ছিল হিন্দু সম্প্রদায়েরর। তারা কয়েকজনসহ কলাতলী রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে আমাদের খাবারের আয়োজনটা আগে থেকে বুকিং করা ছিল সেখানে খাবার খেয়ে নেয়। জুমার নামাজ শেষ হওয়ার পর ওই রেস্টুরেন্টে বাকী সবাই ও খাবার খাওয়ার জন্য চলে আসি। সেখানে একদিন আগে রওনা ঢাকা থেকে পিকনিকের উদ্যেশ্যে চলে আসে আরেক বন্ধু এসআই মোঃ আসাদ সেও মিলে সবাই একসাথে খাবার খাওয়ার পর আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। ঘন্টাকানিক বিশ্রাম নেওয়ার পর কাপড় ছোপড় বদলে সাগর পাড়ে চলে আসি। সেখানে সবাই মিলে সাগরের পানিতে নেমে কেউ স্পীড বোডে ছড়ে,কেউ সাগরের পানি অন্য জনের গায়ের ছিঠান আবার কেউ সাগরের ঢেউয়ের সাথে লাফ দেয় এভাবে দুই থেকে আড়াই ঘন্টা সাগর পাড়ে ৯৯ ব্যাচের বন্ধুরা আনন্দ উপভোগ করে এবং মোবাইল ও সাগর পাড়ের ফটোগ্রাফারদের নিয়ে গ্রæপ গ্রæপ ছবি তোলে। সাগর পাড়ে সূর্য অস্ত যাওয়া দেখাটা এক ধরণের আনন্দ। বিশাল সাগরের বুক থেকে আসা মৃদু মৃদু বাতাস শরীর ও মনকে সতেচ করে। যদি সাগর পাড়ে গিয়ে সূর্য অস্ত দেখাটা অনুভূতি করা না যায় তাহলে কক্সবাজারের কি দেখাটা অপূর্ণ থেকে যায়। সবাই মিলে সূর্য অস্ত যাওয়া দেখে ফিরে আসি। এভাবে হৈ হুলার করে সাগর পাড়ে বন্ধুদের নিয়ে আনন্দে বেশ মজা করে সময়টা কাটে। সন্ধ্যার পর পর সবাই বিশ্রাম রুমে এসে আবার কাপড় ছোপড় বদলে যে যার মত করে তাদের পরিবার পরিজনদের জন্য বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে। এদিকে রাত আটটা গড়িয়ে গেলে সবাই আবার একসাথে পিকনিকের বাসে উঠে পড়ি। তারপর ফিরে আসার যাত্রা শুরু হয়। গাড়ীর মধ্যে আবারও শুরু হয় বন্ধুদের দূষ্টামি ও গান। এভাবে কখন যেন লোহাগাড়া চলে আসি। তখন রাত ১১টা। বন্ধু রাশেদ খান মেনন, প্রহর উদ্দীন, ব্যাংকার ফারুক ও জহির উদ্দীন সোহেল বলেন, এত রাতে গিয়ে পরিবারকে কস্ট দেওয়া ভালো হবে না। চলো আমরা সবাই রাতের খাবার একটি হোটেলে সেরে নিয়। তারপর হোটেলে খাবার সেরে নেওয়ার পর পিকনিকের গাড়ীতে সবাই উঠে পড়ি। তারপর ৯৯ ব্যাচের পিকনিকের আয়োজক কমিটি সবার জন্য ৯৯ ব্যাচ উল্লেখ করে দেওয়াল গড়িতে প্রিন্ট করা স্মৃতি স্বরূপ একটি করে দেয়াল ঘড়ি সবার হাতে তুলে দেয়। এরপর সাতকানিয়ার কেরানীহাট থেকে একে একে সব বন্ধু সকলের সাথে বিদায় নিয়ে নেমে যায়। সর্বশেষ দোহাজারী বাসষ্টেশনে থেকে আমরা যে কয়েজন ছিলাম সবাই সবার কাজ থেকে বিদায় নিয়ে সমুদ্র বিলাসের একদিনের ভ্রমনের ইতি টানলাম।

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com