
রাউজান প্রতিনিধিঃ
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৯টি বড়শিসহ প্রায় ৬০০০ মিটার চরঘেরাজাল ও ভাসাজাল জব্দ করা হয়েছে। রবিবার ২৬ অক্টোবর সকালে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নৌপুলিশ ও হালদা পাহারাদারদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় সকাল হালদা নদীর মগদাই স্লুইচ গেট হতে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকায়। জব্দকৃত বড়শি ও জালসমূহ হালদা নদী অস্থায়ী নৌপুলিশ ক্যাম্পে বিকেল ৫টায় পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য অধিদপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স এবং হালদায় নিযুক্ত পাহারাদারগণ।