1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

বিধ্বস্থ হতে পারে যে কোন সময়। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে চলছে ২ শত ৩৭ জন ছাত্র-ছাত্রীর পাঠদান !

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬০ Time View
Tasib Internet and crest house

ফটিকছড়ি প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার উন্নয়নে উপবৃত্তি ও প্রতি বছর বিদ্যালয়ের সংস্কার সহ বিভিন্ন কাজের জন্য কয়েক বার করে সরকরী ভাবে বরাদ্দ আসে। আবার ঝুঁকিপূর্ণ নহে এমন বিদ্যালয়ের নতুন ভবনের বরাদ্দ আসে। অথচ সে বিদ্যালয় নতুন ভবনের প্রয়োজন নেই। আর যে বিদ্যালয় বিধ্বস্থ হবার প্রহর গুনছে প্রয়োজন নতুন ভবনের ; সেটি বছরের পর বছর উর্ধতন কর্তৃপক্ষের পরিদর্শন ও প্রতিবেদন পাঠালে ও হয় না। তেমনি একটি বিদ্যালয় বাহির থেকে দেখলে যে কেউ দূরে থাকবে। কখন ভেঙ্গে পরে এ ভয়ে । তবু এরই ভিতর আতংকের মধ্যে চলে কোমলমতি ৪ শতাধীক ছাত্র-ছাত্রীর সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ১ম-৫ম শ্রেণীর পাঠদান। অথচ এ বিদ্যালয়ের বারান্দার ছাদ বীম,পিলার ও প্রতিটি কক্ষের কখনো ভেঙ্গে পড়ছে ছাদের পেলেস্তার, আবার কখনো ভেঙ্গে পরছে ছাদ বীমের কিছু কিছু অংশ। অত্যন্ত ঝুঁকি পূর্ণ বিদ্যালয়টি পিছ করা সড়কের সাথে লাগোয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে উত্তর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (ইএম আই এস কোর্ড নং – ৪১১০৭০৩০২)। ১৯৯৪ সালে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

হিসেবে প্রতিষ্টিত হলে ও বর্তমানে জাতীয় করণকৃত। বিগত ২০১০ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জনা খান মজলিশ ( বর্তমানে নেত্রকোনা জেলার জেলা প্রাশাসক) বিদ্যালয়টি পরিদর্শন করে একটি কক্ষ খুবই ঝুঁকি পূর্ণ হওয়ায় বন্ধ করে দেন। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটি লিখিত ভাবে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে সে সময় উপজেলা শিক্ষা কমিটির সভায় আলোচনার পর সভার কার্যবিবরণীতে স্থান পেলে ও কাজের কাজ কিছু হয়নি। এদিকে ২০১৯ সালে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা স্বারক

নং-৪৬.০২.০০০০.৮৭৮.০১৭.০১৮.১৭-১৫১২৯ মূলে ১০ কর্ম দিবসের মধ্যে দিক নির্দেশনা মতে ডাক যোগে ও সংশ্লিষ্ট ই- ইমেল মারফত প্রেরণের নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে উক্ত বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষনা করে নতুন ভবন করার জন্য উল্লেখ করে যাবতীয় তথ্যাদি প্রেরণ করেন। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসানুল কবির উক্ত বিদ্যালয়টি মারাত্নক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ১ অক্টোবর ২০২০ ইং পিইডিপি-৪ আওতায় নির্মাণ করার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর প্রতিবেদন সহ মহা পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর,ঢাকা বরাবরে প্রতিবেদন প্রেরণ করলে ও বিদ্যালয়ের নতুন ভবনের কোন অগ্রগতি হচ্ছে না।

এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুল কবির বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে স্থির চিত্র ধারন করেন প্রতিবেদন সহকারে দ্রুত নতুন ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। উক্ত বিদ্যালয়টি মারাত্নক ঝুঁকিপূর্ণ। এমন ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ফটিকছড়িতে আর কোথাও নেই। ষে কোন সময় বিপদ হতে পারে। এ ব্যাপারে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম বলেন, এমন বিদ্যালয় ফটিকছড়িতে আর কোথাও নেই। বিদ্যালয়ের নতুন ভবন করে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে যে কোন সময় মারাত্নক দূর্ঘটনা ঘটতে পারে। আর বিদ্যালয়টি ভেঙ্গে নতুন ভবন করার জন্য উপজেলা শিক্ষা অফিস ও প্রকৌশলী অফিসে গিয়ে ৫ বছর যাবৎ বহুবার ধর্ণা দিয়েছি ; কিন্তু কাজের কোন অগ্রগতি নেই। যদি কোন দূর্ঘটনা ঘটে দায়ভার কে নেবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com