রফিকুল আলম,ফটিকছড়ি :
কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখা।
রবিবার ৫ অক্টোবর বিকালে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বিন জালাল,শেখ হোসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা মাহমুদ শাহ,উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতি শওকত বিন হানিফ, মুফতি আবু মাকনুন মুহাম্মদ,মাওলানা শোয়াইব,মাওলানা জুনাইদ জওহর,মাওলানা আসগর সালেহী,মাওলানা ইরফান সাদেক, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা ইরফান কাদের, মাওলানা তারেকুল ইসলাম, মুফতি মোহাম্মদ ইসলামাবাদী ও মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অভিযুক্ত নিজেই তার ফেসবুক প্রোফাইলে ভিডিও প্রকাশ করে অভিযোগের সঙ্গে নিজেকে জড়িয়েছে—এ কারণে আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
বক্তারা আরও দাবি করেন, ঘটনার পেছনে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র থাকলে তা অনুসন্ধান করে বের করতে হবে।
অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।