রফিকুল আলম,ফটিকছড়ি :
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড.শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, "শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সহধর্মিনী,বেগম খালেদা জিয়া ছিলেন একজন নিবেদিত রাজনৈতিক নেতা,যিনি আজীবন গণতন্ত্রের সংগ্রামে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশের জনগণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
তিনি আরও বলেন, "মহান আল্লাহ্ তাঁর আত্মাকে শান্তি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।"
এছাড়া ও বিএসপি চেয়ারম্যান ড. সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী শোকসন্তপ্ত পরিবার ও বেগম খালেদা জিয়ার সকল সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।