1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

ভূজপুরের সেই পুকুরে কংকালের পর এবার মাথার খুলি মিলল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৪১ Time View
Tasib Internet and crest house

রফিকুল আলম

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিলে পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে মিললো মানুষের মাথার খুলি। পরে পুলিশ এসে এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের টেকের দোকান এলাকার আবুল কাশেম সওদাগরের বাড়ীর পুকুর থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়। জানা যায় , সকালে বাড়ির পেছনের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেললে জালের সাথে খুলিটি আটকে পড়ে।

বিষয়টি প্রথমে কয়েকজন জেলের নজরে আসে। তৎক্ষণাৎ খবরটি ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকা থেকে শত শত নারী পুরুষ এটি দেখতে পুকুর পাড়ে এসে ভিড় জমায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মোঃ হেলাল উদ্দীন ফারুকী বলেন , গত ৭ এপ্রিলের উক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় মানুষের কংকাল সাদৃশ্য একটি বস্তুু উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ উদ্ধার হওয়া মাথার খুলিটি একই ব্যাক্তির হওয়ার সম্ভবনা বেশী। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত খুলিটি মর্গে পাঠিয়ে দিচ্ছি। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, দেড় বছর পূর্বে চট্টগ্রাম শহরে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে একই বাড়ির মানিক(৪৮) নামে এক সিএনজি চালক নিখোঁজ হয় । এ নিয়ে তার পরিবার তখন থানায় নিখোঁজ ডায়েরী করেছিল। উদ্ধারকৃত কংকাল ও খুলী নিখোঁজ মানিকের কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন মনে করছেন স্থানীয়রা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com