রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ শাহ আলম অন্তর (২০) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ৩ অক্টোবর দুপুরে বাড়ীর পাশে দেখতে ডোবার মতো পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর দাঁতমারা ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের জনৈক মুহাম্মদ আবদুস ছালাম মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে।
স্থানীয়রা জানান,নিহত অন্তর চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ হতে সদ্য এইচএসসি পাস করে। গত বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে এসেছিল। শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য বাড়ির সামনে বিশাল ডোবা আকারের পুকুরে গোসল করতে নেমে সে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় গোসল করতে যাওয়া কয়েকজন শিশু-কিশোর তার ডুবে যাবার দৃশ্য দেখে চিৎকারে করলে আশ-পাশের লোকজন পানিতে নেমে অন্তরকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু যেখানে ডুবেছে,সেখানে তাকে পাওয়া যায়নি। একটু দূর থেকে স্থানীয়রা প্রায় অর্ধঘন্টা পর অন্তরের নিথর দেহ উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।