রফিকুল আলম,ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচ এম সানাউল্লাহ (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পেশায় একজন শিক্ষক।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানাউল্লাহ হারুয়ালছড়ি বড়বিল মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।
সহকর্মী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন জানান,সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসলের উদ্দেশ্যে পানি মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন সানাউল্লাহ। দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।