রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন রাবার ড্যাম এলাকার কুলিং কর্নার ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ রমজান আলী (৪২) ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা ব্যবসায়ীর পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার ২০ নভেম্বর রাত ৮টার দিকে ভূজপুর ইউনিয়নের রইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রমজান উক্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গনি মেম্বার বাড়ির জনৈক মুহাম্মদ হারুনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএএইচ শাহজাহান চৌধুরী শিপন ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন,ব্যবসায়ী হাফেজ রমজান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ একদল ছিনতাইকারী মোটর সাইকেলে এসে তার গতিরোধ করে পায়ে গুলি করে। এসময় তার সাথে থাকা টাকা ছিনিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ও ছিনতাইকারীরা ততোক্ষনে পালিয়ে যায়। রমজানকে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।