বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার উদ্যোগে গত ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় ভালুকা পৌরসভার একটি হলরুমে মোঃ শাহাজাহানের সভাপতিত্বে গঠনমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত চেয়াম্যান আবদুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্ট, কুমিল্লা জেলার সভাপতি শামসুল মল্লিক চুনু, সাধারণ সম্পাদক মামুন গাজি মেম্বার, সহ-সভাপতি আতিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল, রোমান,বিল্লাল,রাজুসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা রং মিস্ত্রিদের অধিকার প্রতিষ্ঠা নিরাপত্তা সদস্যদের উদ্দোক্তাতাকরন ও আত্তনির্ভরশীল করা নিয়ে আলোচনা করা হয়।
পরে বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১০জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।