রফিকুল আলম,ফটিকছড়ি:
মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে স্পর্ধিত অহংকার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম,ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম,ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে সহ উপজেলা প্রাশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিকদল,ফটিকছড়ি প্রেসক্লাব, ফটিকছড়ি পৌরসভা,পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্টান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে ফটিকছড়ি করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে।
এছাড়া শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচী পালন করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্টান।
মহিলাদের জন্য পৃথক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মুক্তিযুদ্ধে শহীদ,আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির,গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হয়।
★ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্টান ফটিকছড়ি উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম'র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সংবর্ধনার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্টানে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম,ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম,বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মো.আবু সালেক,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনাইয়েদ আবছার চৌধুরী,উপজেলা মাধ্যমিক চিক্ষা অফিসার ড.সেলিম রেজা,উপজেলা সমবায় অফিসার আবদুল শহিদ ভূয়াঁ,হিসাব রক্ষণ অফিসার নজরুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার ছফি উল্লাহ ও একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন।
সব শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার সমাপনীতে বিজয় মঞ্চে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি ও বেতার শিল্পী এবং শিশু একাডেমির শিল্পীদের নৃত্য ও গানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
★নব নির্মিত শহীদ মিনার :
ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নব নির্মিত শহীদ মিনার বিজয় দিবসের দিন পুস্পস্তবক অর্পণ করেন,উক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,ফটিকছড়ি পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও পৌরসভা বিএনপি'র ১ ও ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।