প্রদীপ শীল, রাউজান।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাউজান উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি শামসুল আলম চৌধুরী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ... রাউজেন)। শনিবার নগরীর চকবাজারস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যকজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
গতকাল রবিবার মরহুমের জানাজার নামাজ শেষে রাউজানের গ্রামের বাড়ি ডাবুয়া ইউনিয়নস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জনপ্রিয় এ সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী জানাজায় কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শামসুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী শামু। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।