1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

মাইজভাণ্ডার শরীফে ৮৪ তম খোশরোজ শরীফে লাখো ভক্তের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৯৩ Time View
Tasib Internet and crest house

দেশের শীর্ষ আধ্যাত্মিক কেন্দ্র চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী, ইমামে আহলে সুন্নাত শায়খুল ইসলাম হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৪ তম খোশরোজ শরীফের তিন দিনের কর্মসূচি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ১০ ফেব্রুয়ারি বুধবার মাইজভাণ্ডার দরবার শরীফে শেষ হয়েছে। দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত জনতা খোশরোজ শরীফে অংশগ্রহণ করে স্বস্তি ও শান্তিপূর্ণ জীবনের আর্তি-ফরিয়াদ জানিয়ে আখেরি মুনাজাতে শামিল হন।

ভক্ত জনতার উচ্ছ্বাসমুখর উপস্থিতিতে মাইজভাণ্ডার শরীফের পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত সমাপনী দিনের মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, সারা বিশ্বে আজ অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে। দেশে দেশে চলছে নিরীহ মানবতার ওপর দলন-পীড়ন ও বর্বরতা। বিশ্ববাসী হন্য হয়ে শান্তি খুঁজছে। কিন্তু কোথাও শান্তি নেই। বহু দেশে নিপীড়ক শাসকদের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার দম্ভে পিষ্ট হচ্ছে নিরীহ মানবতা। আজ দেশে দেশে শোনা যায় মানবতার করুণ আহাজারি। দেশ ও বিশ্বে চলমান যাবতীয় গর্হিত মানবতারোধী তৎপরতা মোকাবিলায় ওলী বুজুর্গের দেখানো শান্তি-সম্প্রীতির আদর্শকে ধারণ করতে হবে। সর্বত্র শান্তি ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিয়ে সম্প্রীতির বিশ্ব সমাজ গড়তে হবে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, এ দেশের মাটি ও মানুষের মানস চেতনা উপযোগী ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়া চর্চা বেগবান করার মাধ্যমে বৈশ্বিক শান্তির রূপরেখাই পেশ করেছেন শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তিনি দেড় দশক আগে জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত বক্তৃতায় মদিনা সনদের আলোকে বর্তমান বৈশ্বিক সংকট উত্তরণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে ডাক দিয়েছিলেন তা আজও বেশ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।

দ্বন্দ্ব-হানাহানিমুক্ত সম্প্রীতিময় মানবিক বিশ্ব চাইলে বিশ্ব নেতৃত্বকে এ পথেই ফিরে আসতে হবে উল্লেখ করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। খোশরোজ শরীফ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠনের তিনদিনব্যাপী কর্মসূচি পালন করেন। সালানা জলসায় হেফজখানার ১০ জন হেফজকে সমাপনী পাগড়ি পরিয়ে দেন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। গতকাল বুধবার অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সহসভাপতি আল্হাজ্ব কবির চৌধুরী, আন্জুমান সাধারণ সম্পাদক খলিফা শাহ্ আলমগীর খান মাইজভাণ্ডারী, আল্লামা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা মুহাম্মদ বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ শহিদুল্লাহ, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আসলাম হোসাইন,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হারুন, শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, মাওলানা বাকের আনসারী, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা হাফেজ আব্দুন্নবী, মাওলানা নঈম উদ্দীন। মিলাদ কিয়াম পরিবেশন শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বৈশ্বিক শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। পরে সবার মাঝে তবরুক পরিবেশিত হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com