1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

মানবিক ও মানবতার টিমকে এক’শ পিপিই দিলেন শওকত হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৯৩৩ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ

করোনাভাইরাস আক্রান্তের মিছিল বিশ্বজুড়ে যখন মৃত্যুলোক, তখন আমাদের স্বদেশ ভূমি তার ব্যতিক্রম নয়। এই কঠিন বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোনানা করেন। তারপরও করোনার আতংকে মৃতদেহ পর্যন্ত দাফন করছেন না দীর্ঘদিনের সমাজ ব্যবস্থা। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাউজান উপজেলা সম্পূর্ণ ব্যতিক্রম। রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী করোনা কালীন কর্মহীন মানুষের পাশে থেকেছেন জীবনের ঝুঁকি নিয়ে। তার সুযোগ্য সন্তান তরুণ প্রজম্মের দিকপাল উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী দেশের সংকটময় মুহুর্তে মানবিক ও মানবতা নিয়ে লড়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে। তিনি প্রথমে শুরু করেন রাউজানের এক লাখ মানুষকে খাদ্য সহায়তা দিয়ে। তারপর পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রামের সরকারী বেসরকারি হাসপাতালের ডাক্তার, মার্স ও স্বাস্থ্য কর্মীদের সেহেরী খাওয়া ব্যবস্থা করে দেশের মধ্যে আলোচিত মানবিকতার সম্মান অর্জন করেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মানুষের যখন মৃত্যু হচ্ছে, তখন স্বজনেরা লাশ রেখে পালিয়ে যাচ্ছে। এমন বাস্তবতার মূখে রাউজানসহ চট্টগ্রামের করোনায় মৃত্যুবরণকারী দাফন ও অন্যান্য ধর্মের লাশ সৎকার করার ঘোষনা দেন ফারাজ করিম চৌধুরী। তার নিজস্ব মেধা ও প্রজ্ঞা দিয়ে রাউজানে গঠন করেন মৃতদেহ দাফনের জন্য একটি সেচ্ছাসেবক টিম। অন্যান্য ধর্মের লোকের জন্য গঠন করে আরো একটি দাহ করার সেচ্ছাসেবক টিম। এই দুইটি টিম রাউজানসহ চট্টগ্রামের যেই কোন উপজেলায় করোনায় মৃত লাশ দাফন করে চলেছে। এছাড়া লাশ দাফন ও সৎকারের যাবতীয় সরঞ্জাম, সুরক্ষা সামগ্রীসহ সমস্ত খরচ বহন করছেন ফারাজ করিম চৌধুরী। লাশ দাফন টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পরাভেজের নেতৃত্বে ও সেন্টাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় সেচ্ছাসেবক টিমটি কাজ করে যাচ্ছে। এই মানবতা ও মানবিকতার কাজকে সাধুবাদ জানিয়েছেন দেশ বিদেশের অনেকেই। এবার ফরাজ করিম চৌধুরীর গঠিত সেচ্ছাসেবী টিমকে এক শত পিপিই প্রদান করে এক অন্যোন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাবেক তুখোড় ছাত্রনেতা শওকত হোসেন। তিনি গতকাল লাশ দাফন টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পরাভেজের হাতে আনুষ্ঠানিক ভাবে এই পিপিই হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি ক্রীড়াবিদ সুমন দে, আওয়ামীলীগ নেতা আক্তার চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা সাবের হোসেন প্রমুখ। একজন মানবতাবাদী শওকত হোসেনের পিপিই প্রদানকে দেশ প্রেমিক করোনা যোদ্ধা হিসাবে উল্লেখ করেছেন লাশ দাফন টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পরাভেজ। তিনি বলেন, অনেকের টাকা পয়সা আছে, কিন্ত মাবিকতা নেই। শওকত হোসেন বিপদকালে বন্ধুর ভূমিকায় নিদারুণ মানবিকতার পরিচয় দিয়েছেন। সুমন দে বলেন, শওকত হোসেন করোনা কালীন সাংসদের সাথে সেবার ব্রততি নিয়ে মানুষের পাশে ছিল। এবার সুরক্ষা পিপিই দিয়ে করোনার সম্মুখ যোদ্ধা হলেন তিনি।

প্রকাশিত: ১৬.০৬.২০২০, ০১:০৫



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com