প্রদীপ শীল, রাউজানঃ
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত সকল ধরনের ইলিশ আহরন, বাজারজাতকরণ ও বিক্রির উপর নিষেদ্ধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আইন বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল রবিবার সন্ধ্যায় রাউজানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগীতায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার সময় ২ জন মাছ বিক্রেতার কাছ থেকে ৪৩ কেজি মাছ জব্দ করা হয় এবং ১০০০ টাকা করে সর্বমোট ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত মাছ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাউজান তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাউজানে অভিযান নিয়মিত পরিচালনা করা হয়।