রাউজান প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির রাউজান শাখার সমন্বয়ক মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হযরত জলিল শাহ (রঃ) মাদ্রাসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মুহাম্মদ মহিউদ্দিন জিলানী বলেন, ২৪-এর যে পরিবর্তন এসেছে, তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে অগ্রযাত্রা শুরু করেছে। এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “দীর্ঘ সতেরো বছরের নৈরাজ্যকর পরিস্থিতির পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না রাউজানে। রাউজানের সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাউজানকে একটি স্থিতিশীল উপজেলা গঠনে আমি কাজ করতে চায়। জনগণের কাঙ্খিত মৌলিক অধিকার বিশেষ করে এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা বিনির্মানে কার্যকরী ভুমিকা নেওয়া হবে। টেকসই উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছর অরাজনৈতিক ব্যানারে কাজ করার সুযোগ হয়েছিল। যার কারণে জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক হয়েছে। দল থেকে যদি মনোনয়ন নিশ্চিত করে আমি পরিচ্ছন্ন রাজনৈতিক ধারায় রাউজানকে এগিয়ে নিয়ে যাব। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মঈনুদ্দিন, সমাজসেবক মুহাম্মদ সোলেমান এবং মোহাম্মদ মন্নান।
সভায় বক্তারা রাউজানের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নিতে মুহাম্মদ মহিউদ্দিন জিলানীর প্রতি সমর্থন ব্যক্ত করে যৌথভাবে কাজ করার অঙ্গিরার করেন।