1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

রাউজানের ডাবুয়ায় ষড়যন্ত্রের আগুনে পুড়ল ৪টি গরু ও ৫০টি হাঁস-মুরগী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ১৭৪ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে ষড়যন্ত্রের আগুনে এক কৃষকের ৪টি গরু ও ৫০টি হাঁস-মুরগী পুড়ে অঙ্গার হয়ে গেছে। গত শুক্রবার রাত দেড়টায় উপজেলা ডাবুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম গোলাফুর রহমান। তিনিসহ স্থানীয়রা জানা, শুক্রবার রাতে গোলফর রহমানের ঘরে, মসজিদের ইমামের কক্ষসহ কয়েকটি ঘরের বাইরের দরজায় হুক ও শিকল লাগিয়ে বদ্ধ করে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়ে যায় একটি বাছুরসহ গাভি, দুটি ষাড় ও ৫০টি হাঁস-মুরগী। ক্ষতিরপরিমাণ প্রায় ৪লক্ষ ৩৫ হাজার টাকা। এই ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন দরিদ্র কৃষক গোলাফর রহমান। রাউজান ফায়ার সার্ভিসের লিডার নেছার উদ্দিন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে শেষ। রাউজান থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com