1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

রাউজানে করোনা ভ্যকসিন কার্যক্রম উদ্বোধনে ফজলে করিম এমপিঃ টিকা নিলেন আ’লীগ নেতা আনোয়ারুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৬৫ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান অক্সফোর্ড এসট্রাজেনেকা উদ্ভাবিত ও সেরাম ইনিস্টিটিউট অব ইন্ডিয়ার প্রস্তুতকৃত কভিট- ১৯ এর প্রতিষেধক ভ্যকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী রবিবার সকালে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যকসিন টিকা প্রদান উদ্বোধন করেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোহাম্মদ ইকবাল, শাহা আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, জসিম উদ্দিন, আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ, সৈয়দ আবদুর জব্বার সোহেল প্রমুখ।

উদ্বোধনী দিনে রাউজানে ২০জন ভ্যকসিন টিকা গ্রহণ করেন। ভ্যাকসিনপ্রাপ্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, একজন সাংবাদিক, একজন রাজনীতিক, একজন মুক্তিযোদ্ধা, চারজন চিকিৎসক, চারজন মেডিক্যাল স্টাফ ও দুইজন নার্সসহ ২০জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। প্রথম ভ্যকসিন নেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) হারাধন বিকাশ দে। এরপর ভ্যকসিন নেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, রাজনীতিবিদ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম, মুক্তিযোদ্ধা ইউসুফ খানসহ ২০জন করোনার সম্মুখ যোদ্ধা। ভ্যকসিন টিকা দেওয়ার সময় রাউজানের সাংসদ টিকা গ্রহণকারীদের পাশে থেকে উৎসাহ যোগান।

রাউজানে প্রথম দাপে সাড়ে নয় হাজার মানুষ করেনার ভ্যকসিন পাবে। চার সাপ্তাহ পর তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।রাউজানে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৮০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১৭শ জন ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com