1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

রাউজানে গৌর গৌরাঙ্গ মন্দিরের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ Time View
Tasib Internet and crest house

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বান্যাপুকুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌর গৌরাঙ্গ আশ্রম ও  মন্দিরের জায়গা দখল নেওয়ার অভিযোগ করা হয়েছে। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে জলিল নগর বাস ষ্টেশনস্থ একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মুহুরী বলেন, প্রয়াত দানশীল ব্যক্তিত্ব রাম কুমার বণিক ১৯৩২ সালে পালিতপুত্র সতিশ চন্দ্র বণিককে ৯টি শর্তের ভিক্তিতে গৌর গৌরাঙ্গ মন্দির স্থাপনের জন্য সাড়ে ২২ শতক ভূমি দান করেন। দেবোত্তর সম্পত্তি হিসাবে রেজিষ্ট্্রার করা উইলনামার শর্তে উল্লেখ আছে ওয়ারিশ বা অন্য কেউ বয়-বিক্রি, কন্টক-বন্ধক ও হস্তান্তর করতে পারবে না। এ ব্যাপারে রাম কুমারের মৃত্যুর পর পালকপুত্র মাননীয় জজ বাহাদুর হতে প্রবেট গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী তিলবালার নামে ভূল বিএস খতিয়ান সৃজন করে। ১৯৭৬ সালে তিলবালার নিকট হতে জনৈক বিধান চন্দ্র ধর সাড়ে ২২ শতক মন্দিরের ভিটা-পুকুরের জায়গা খরিদ করা হয় মর্মে প্রকাশ পায়। পরে ১৯৮৩ সালে স্থানীয় ধর্মপ্রাণ লোকজন জেলা জজ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন রাম কুমারের বংশধর গৌবিন্দ চন্দ্র বণিক। আদালত তখন মন্দিরের পক্ষে রায় দেন। ২০০২ সালে মন্দির পরিচালনা পরিষদ একটি উচ্ছেদ মামলা করলে মন্দিরের জাগায় থাকা বসত ঘরের আসবাবপত্র নিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে একটি লুট মামলার নাটক করতে চেয়েছিল বিধান গং। তখন আমরা আগে ভাগে রাউজান থান কে অবহিত করে একটি জিডি নং ১০৬০ দায়ের করি। একই সাথে বিএস সংশোধনী মামলা করা হয় আদালতে। মামলা নং-১৯৭/২০০৫ইং। আদালত মন্দিরের পক্ষে রায় দেন। রায়ের বিরুদ্ধে বিবাদী আপিল করলে আপিলটি খারিজ করে মন্দিরের পক্ষে আবারো রায় দেন। এমন অবস্থায় গত ৯ জানুয়ারী বিবাদীগন ২০/৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে মন্দিরের জায়গা দখল নিতে স্থাপনা নির্মাণে নির্মান সামগ্রী নিয়ে আসে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের সরণাপন্ন হয়ে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আবেদন করি। ১৩ জানুয়ারী মঙ্গলবার আদালত মন্দিরের পক্ষে রায় দিয়ে নিষেধাজ্ঞা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীগন নির্মাণ কাজ বন্ধ রেখে একইদিন গত ১৩ জানুয়ারী একটি মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন কথাবার্তা বলে সংবাদ সম্মেলন করেন। যাহা মন্দির কমিটির দৃষ্টিগোচর হয়। ভিক্তিহীন সংবাদ সম্মেলনে মনোরঞ্জন মুহুরী, স্বপন কুমার বণিক, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীসহ স্থানীয় কয়েকজনকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করায় আমরা মন্দির পরিচালনা কমিটির পক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ সমূহের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে মন্দির দখলের চেষ্টাকারীদের প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। সংবাদ সম্মেলনে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন কুমার বণিক বলেন, মন্দিরর রক্ষায় রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অগ্রণী ভূমিকা রেখেছেন। এছাড়া পূজা উদযাপন পরিষদ, উপজেলা প্রশাসন ও রাউজান থানা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com