1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

রাউজানে চাঞ্চল্যকর যুবলীগ নেতা নাছির হত্যার আসামী ইলিয়াছ অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৮ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজান
চট্টগ্রামের রাউজানে অবৈধ দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ চাঞ্চল্যকর যুবলীগ নেতা নাছির হত্যাকান্ডের আসামী ইলিয়াছ ওরফে ইলুইয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত শুক্রবার (১৯ শে ফেব্রুয়ারী) রাত পৌনে ২টায় হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নজিরের বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুই নল বিশিষ্ট একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সন্ত্রাসী ইলিয়াছ হলদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের প্রয়াত আবুল খায়েরের ছেলে। জানা যায়, ২০১৪ সালে ৯ জানুয়ারি সন্ধ্যায় হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে বাগানে নিয়ে কুপিয়ে হত্যা করেছিল ইলিয়াছসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। ঘটনার তিনমাস পর গ্রেপ্তার হলেও এক বছর পর সে জামিনে বেরিয়ে আসে। এর পর ২০১৬ সালে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে যুবলীগ নেতা নাছিরের বাড়িতে গেলে অস্ত্রসহ ধরা পড়ে। ২০১৮ সালে কারামুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় সন্ত্রাসী ইলিয়াছ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ‘অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশে এক যুবক অবস্থান করছেন মর্মে সংবাদ পেয়ে চিকদাইর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। অস্ত্র আইনে মামলা রুজু শেষ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com