প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া দুইজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ১২দলের পক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আল্লাহ ইচ্ছায় জনগনের খেদমত করতে দাঁড়ি পাল্লা প্রতিক নিয়ে ভোটের মাঠে নেমেছি। ন্যায়ের বিচারক আল্লাহ তাআলা, আল্লাহর উছিলায় আমি সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতি বদ্ধ। পরিবর্তনের ছোঁয়া লেগেছে রাউজানে। আমি নির্বাচিত হলে একটি সুখি ও সমৃদ্ধ উপজেলা বিনির্মানে কাজ করবো। আমার জন্য সবাই দোয়া করবেন।