প্রদীপ শীল, রাউজান:
চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার অনুমানিক রাত ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাটের পৃথক পৃথক এলাকায় দুর্বৃত্তের দেওয়া এ অগ্নিকাণ্ডের ঘটনা গুলো ঘটে।
এ ঘটনায় বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ওবায়দুলের ফার্নিচারের দোকান ও সৌরভের কাঠের দোকান, বাজারের মধ্য খানে অবস্থিত ইলিয়াসের মুদির দোকান, আবদুল মজিদের খাবারের হোটেল, এবং চৌধুরী ঘাটকুল রোড়ে আল আমিন মসজিদের সামনে মোহাম্মদ জাহেদের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তরা এটাকে নাশকতা ও পরিকল্পিত বলে মনে করছেন। এ অগ্নি সংযোগের ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইন প্রয়োগ কারী সংস্থায় অভিযোগ দিবেন বলে জনিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কাঠের দোকানের মালিক সৌরভ বলেন, কিস্তির দিয়ে আমি কাঠের ব্যবসা শুরু করেছিলাম। আমি এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে হয়ে গেছি।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আদম আলী বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি দোকানের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু পৃথক পৃথক ভাবে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেহেতু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আগুনের ঘটনাটি পুলিশ অবহিত করেছেন ভুক্তভোগীরা। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি নাশকতা হয়, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।