রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে উপজেলার পশ্চিম ডাবুয়া মধ্যসর্তা রামসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্মুখস্থ মাঠে এ প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ নজমুল বারী। উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শিবু শংকর দে, রোকসানা মমতাজ, কৃষক মোহাম্মদ হানিফ, তসলিমা উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পোকামাকড় দমনের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করেন অতিথিগণ।
এরপূর্বে সকালে অতিথিগণ উপজেলার চিকদাইর ইউনিয়নে কৃষক তসলিম উদ্দিনের ব্রি ধান ১০৩ এর ফলন পরিদর্শন এবং কর্তন কাজের উদ্বোধন করেন।