1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

রাউজানে হবে কঠোর লকডাউনঃ নায্যমূল্যে সর্বত্র বিক্রি হবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৯৬ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ
কঠোর লকডাউন বাস্তবায়নে রাউজান উপজেলা পরিষদের সিন্ধান্ত মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টেলি কনফারেন্সে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আলম দীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ত্রাণ ও প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লায়ন সরোয়ার্দী সিকদার দিকদার, লায়ন শাহাবুদ্দিন আরিফ বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, তছলিম উদ্দিন চৌধুরী, আবদুর জব্বার সোহেল, রোকন উদ্দিন, নুরুল আবছার বাশি, বাবুল মিয়া প্রমুখ। সভায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, সরকারী ত্রাণ বিতরণে পাশাপাশি লকডাউনে কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ে নায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র বিক্রী করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্বাবধানে আমরা ভূর্তকী দিয়ে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করবো। তিনি কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে মাঠের থাকার আহবান জানান। উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন সংক্রমনের হার অনেক জায়গায় নব্বই শতাংশ। চট্টগ্রামের রাউজান দ্বিতীয় সংক্রমন এলাকা। এই পস্থিতিতে নিজে বাচঁতে হবে। মানুষকে বাঁচাতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে হবে। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডে নায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি চালু করা হয়েছে। রাউজানের সাংসদও এই পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ে চালু করার নির্দেশ দিয়েছেন। সাংসদ নিজস্ব অর্থ ব্যায় করবে ভুতর্কিতে। ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, কোথায় লকডাউন পালন হচ্ছে বা না হচ্ছে সেইটা বড় বিষয় নয়। রাউজানে কঠোর লকডাউন পালন হবে। সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। লকডাউন চলাকালে কোন খাদ্য সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সরকার ও রাউজানের সাংসদ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি অটোরিকশা চালকদের জন্য খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষনা দেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com