রাউজান প্রতিনিধিঃ
রাউজানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আমৃত্যু চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে চার ঘটিকায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপি এ জানাজার আয়োজন করেন। উপজেলা সদরের চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের উপর রাউজান সরকারি কলেজ এ জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাউজান কলেজ সম্মূখ থেকে শুরু করে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত ছাড়িয়ে জানাজায় হাজার হাজার দলীয় নেতা-কর্মী ছাড়াও সবস্তরের মানুষ অংশ নেন। গায়েবানা জানাজায় ইমামতি করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম। জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন আগত মুসল্লীগণ। এ সময় বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, দিদারুল আলম, এইচ এম ইকবাল হাসান, হাবিব উল্ল্যাহ মাস্টার, সৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, কাজী আনিসুজ্জামান সোহেল, হাফেজ মুহাম্মদ হাশেম, সৈয়দ তৌহিদুল আলম, রাসেল খান সহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।