রাউজান প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার রাউজান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রদীপ শীল এবং সাধারণ সম্পাদক পদে নেজাম উদ্দিন রানা সহ নবনির্বাচিত সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রবিবার এক অভিনন্দন বার্তায় গোলাম আকবর খোন্দকার বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে রাউজান প্রেসক্লাবের সংবাদকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আগামীতে নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরো গতিশীল হবে এবং রাউজানের উন্নয়ন, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা লেখনীর মাধ্যমে যথাযথভাবে ফুটে উঠবে।
তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দের সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।