প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া দুইজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তাঁর পুত্র সাকের কাদের চৌধুরী রাউজান উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমার নিকট দলীয় নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সমর্থনকারী সদস্য সচিব ফিরোজ আহম্মদ মেম্বার, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী এবং জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান ক