রফিকুল আলম,ফটিকছড়ি :
মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম শাহছুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল- মাইজভাণ্ডারী (ক:) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর ৩ দিন ব্যাপী ১৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি মূলক প্রশাসনিক সমন্বয় সভা সোমবার ৬ অক্টোবর রাতে গাউছিয়া রহমান মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি মো. নুর আহমদ, ব্যারিষ্টার শাহীন মিরাজ চৌধুরী, এড.খালেদ মোঃ সাইফুদ্দিন কামরুল, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম.জামাল উদ্দিন মাইজভাণ্ডারী,বিশিষ্ট শিল্পপতি মো. এয়াকুব আলী,প্রফেসর ডঃ মোজাহেরুল ইসলাম,এড. হোসেন শহীদ আলম বাপ্পী, গোলাম মোস্তফা,শহীদ জাফর দুলাল,আজাদী বাজার বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বিশ্বাসসহ বিভিন্ন মঞ্জিলের প্রতিনিধি, সাংবাদিক,জনপ্রতিনিধি,যানবাহন সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না,নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম,যানবাহন শ্রমিক নেতা মো: এসকান্দর ও পাঁচ পাড়া সমাজ প্রতিনিধিরা।
সভায় পবিত্র খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্টু ভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশা-পাশি মঞ্জিলের স্বেচ্ছা সেবক নিয়োগ,যানবাহন নিয়ন্ত্রন করে যানজট নিরসনের জন্য সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ ,সি সি ক্যামরা স্থাপন,বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও সড়কে লাইটিংসহ আশেকানে ভক্তদের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া সাঁতার জানা একটি টিম রাখার সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন নিয়ে চট্টগ্রাম শহর হয়ে যারা মাইজভাণ্ডার শরীফে আসবেন,তাঁরা যেন হাটহাজারী বড় মাদ্রাসা অতিক্রম করার সময় মাইক,সাউন্ড ও বাদ্য বাজনা বন্ধ রাখে। সে জন্য স্ব-স্ব মঞ্জিল তাদের ভক্তদের জানিয়ে রাখবেন। আর এ ব্যাপারে জেলা পুলিশ সুপার,হাটহাজারী সার্কেল ও হাটহাজারী থানায় জানানো হবে। তাছাড়া আশেকানে ভক্তদের বহু যানবাহন বারৈয়ারহাট-রামগড়- খাগড়াছড়ি সড়ক দিয়ে ও যাতায়ত করবে। উক্ত সড়কে যাতে কোন বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অভিহিত করার সিদ্ধান্ত হয়। সভায় যে কোন ধরনের অসামাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সভাশেষে সকল উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী।