রফিকুল আলম,ফটিকছড়ি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিন করে ছিলেন।দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে,যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন,বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী,বাংলাদেশ সুপ্রিম পার্টির মো.ওসমান আলী ও জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির,
স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব ও গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান সহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান,স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারের মনোনয়ন বাতিল হয়েছে,প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না পাওয়ায়।
স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির মনোনয়নপত্রের সঙ্গে ১% ভোটারের তথ্য জমা না দেওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের পূরণ করা ফরম নির্বাচনী ব্যয় ফরম-২০, ব্যক্তিগত সম্পদ বিবরণী ফরম-২১ এবং হলফনামা দাখিল করায় বাতিল হয়।
আর গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান'র মনোনয়নে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।