1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জয়ব্রত দাশকে ধাক্কা দিয়ে আহতঃ থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১১ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ
সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক জয়ব্রত দাশকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ অক্টোবর বিকালে এই ঘটনাটি ঘটে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কলমপতিস্থ গ্রামের বাড়িতে। এ ব্যাপারে দুইজনকে আসামী করে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন ডা. জয়ব্রত দাশ। জানা যায়, দুর্গা পূজা উপলক্ষে গত ১২ অক্টোবর স্বপরিবারে গ্রামের বাড়ি কলমপতি গ্রামে আসেন তিনি। বাড়িতে তাদের নিজস্ব পূজা মন্ডেপে দূর্গা পূজা করে থাকেন প্রতি বছর। পূজাকে সামনে রেখে মানবিক ডাক্তার হিসাবে সু-পরিচিত জয়ব্রত দাশ জম্মভূমিতে অবস্থান করেন। বাড়ির পূজোতে অবস্থান কালে এলাকার কিছু উশৃঙ্খল যুবক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাউজান থানার অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ত্রিদীব সরকার কাজল ও বিল্পব সরকার কানুর নেতৃত্বে হামলাটি পরিচালিত হয়। এ প্রসঙ্গে ডা. জয়ব্রত দাশ জানান, আমার বাড়ির দুই পাশে আরো দুইটি পূজা মন্ডপ রয়েছে। তারা পূজায় গভীর রাত পষর্ন্ত মাইক লাগিয়ে নাচ-গান করে এলাকায় লোকজনকে অতিষ্ট করে তুলে। কিন্তু রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিদের্শনা দেওয়া হয়েছে রাত ১১টার পর আরতি ও মাইক বাজানো যাবে না। আমরা সরকার ও পূজা কমিটির নিদর্শনার অনুযায়ী পূজার আয়োজন শেষ করেছি। তারা ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে পূজার আয়োজন শেষ হলেও অহেতুক উচ্চ আওয়াজে গান বাজনা করতে থাকে। আমি একজন সচেতন মানুষ হিসাবে তাদের এসব থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কারণ এ বারের পূজায় দেশের বিভিন্ন জায়গায় মৌলবাদীরা পূজা মন্ডপে হামলা করেছে সম্প্রীতি নষ্ট করার জন্য। তারা দেশের সার্বিক এই পরিস্থিতি বুঝতে বর্থ্য হয়ে, আমার উপর আক্রমন করে ধাক্কাদিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে থানায় অভিযোগ দিয়েছি। পাশাপশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃদের অবহিত করেছি। এ প্রসঙ্গে জানার জন্য রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে ফোন করলে তিনি জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযোগটি মামলা আকারে গ্রহন করে আসামীদের গ্রেফতার করা হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com