রফিকুল আলম,ফটিকছড়ি :
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা নির্বাচন বানচলের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন – ইতিমধ্যে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গনতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা তৃনমূল নেতা-কর্মীদের ভেবে তুলেছে। কয়েকদিন আগে নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা পর আমাদের প্রতিমায়ান হচ্ছে যে,নির্বাচনের বানচাল করার জন্য দেশি-বিদেশি একটি ঘোষ্টি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গোষ্টিটি নির্বাচনের আগে একের পর ঘটনা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই। তাই দেশবাসীসহ প্রতিটি বিএনপি নেতা-কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে প্রতিটি রাজনৈতিক দলের উচিত একটি সুষ্ট নির্বাচন আয়োজনের জন্য ইসিকে সহযোগিতা করা । ইনশাআল্লাহ ঘোষিত ইসির রোডম্যাপ অনুযায়ী এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগন ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিবে।
শনিবার ৩০ আগস্ট উপজেলার জাফতনগরের তকিরহাট বাজার,নাজিরহাট পৌরসভার ব্রাক্ষণহাট,ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানসহ বিএনপি'র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
এসময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী,সাবেক ছাত্রনেতা মহিন উদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন,জেলা যুবদলের সহ সভাপতি মুনসুর আলম চৌধুরী,জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক এস এম মনসুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসিসহ স্ব স্ব এলাকার নেতৃবৃন্দ।