রফিকুল আলম, ফটিকছড়ি :
সৌদি আরবের মক্কায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো.আজগর আলী (২০) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২ টায় তার নিজ রুমে এ ঘটনা ঘটে।
সে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং খসির মোহাম্মদ চৌধুরী বাড়ির মোহাম্মদ এয়াকুব প্রকাশ বাবুল মিস্ত্রীর ছেলে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকালে নিহতের বড় ভাই আকবর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নয় মাস আগে আজগর সৌদি আরব যায়। সেখানে মক্কায় জেবলসুর জারাল কুদাই এলাকার বাসায় আমার চাচার সাথে থাকতো। গত এক সপ্তাহ ধরে সে অসুস্থ হলে চিকিৎসার জন্য চাচাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলাম। এ অবস্থায় আজগর রহস্য জনক ভাবে বাসার রুমে মারা যায়। পরে মক্কা পুলিশ তার লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এখন লাশ হিমঘরে রয়েছে। লাশ বাড়ীতে নিয়ে আসার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে আসা হবে।
এঘটনায় স্বজনের আহাজারীতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।