নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী,দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজের জানাযা হংকং সাম সুই পু মসজিদে আদায় করা হয়েছে। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) হংকং শাখার সভাপতি মোহাম্মদ জাফর আলী,সাধারণ সম্পাদক এস রহমান জহির,বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (হংকং) ড. মোহাম্মদ তানভীর, বিএনপি হংকং শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক সহ হংকং প্রবাসী সর্বস্তরের গণ্যমান্য বাংলাদেশিরা নামাযে অংশ গ্রহণ করেন। মসজিদ এলাকায় বিএনপি নেতা-কর্মী সহ বিপুলসংখ্যক বাংলাদেশীর পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিমগণও নামাজে অংশগ্রহণের জন্য সমবেত হয়।গায়েবানা নামাজ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।গায়েবানা জানাযার নামাজে ইমামতি করেন মুফতি ইফতেখার হোসাইন।