হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগীতার গ্রুপ খেলার উদ্বোধন দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন মাঠে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ খেলার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দীন চৌধুরী, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ জসীম, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলুপ্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, হাইওয়ে সড়কে দিনরাত ২৪ ঘন্টা যানযট নিরসনের পাশাপাশি ডাকাতি, মাদক নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করতে হয়। তাই এ প্রতিযোগীতার লক্ষ্যে হচ্ছে ডিউটির পাশাপাশি ফোর্স ও অফিসারদের মনকে চাজ্ঞা ও শরীরকে সতেজ রাখতে এ আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগীতা ২৪ টিমের মাধ্যমে ৬ গ্রুপে বিভিক্ত মাধ্যমে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।