রফিকুল আলম,হাটহাজারী থেকে ফিরে।
চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসীমউদ্দীন,আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় অর্থসচিব এডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত হয়,গত শনিবারের ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি মাদ্রাসা এলাকার আশপাশে গান-বাজনা ও উচ্চস্বরে মাইক ব্যবহার থেকে বিরত থাকারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ভবিষ্যতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে।
পরে প্রশাসনের উপস্থিতিতে সোহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষকের মধ্যে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সেনাবাহিনীর প্রতিনিধি মেজর শাহরিয়ার,অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ, হাটহাজারী মাদ্রাসার মুফতি আল্লামা জসিম উদ্দীন,আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অর্থ সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।