চন্দনাইশ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে ২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রোশনহাট ও বাগিছাহাট এলাকায় গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছেন আসন্ন জাতীয় নির্বাচনের চট্টগ্রাম-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, বিএনপি নেতা সুলতান সওঃ, মোঃ টিপু, যুবদল নেতা মাহাবু,রমিজ আহমদ, শওকত কামাল, মোরশেদুল আলম, মিজান, আরিফুল ইসলাম, বাবুল, ইয়াকুব নবী সুমন, বদিউল আলম, মোঃ ফারুক, নোমান শিবলী, আমিনুল ইসলাম, জাকের হোসেন,ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।