1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

৭ বৎসর পর ১৬ সেপ্টেম্বর সকাল থেকে উম্মুক্ত বাবা ভান্ডারী (ক:)’র পূন:নির্মিত রওজা পাক ।।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭ Time View
Tasib Internet and crest house

রফিকুল আলম : উপমহাদেশের প্রধান আধ্যাত্নিক চর্চার প্রাণ কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক সাধক,আওলাদে রাসূল (স:) ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (ক:)’র  রওজা শরীফ পুনঃনির্মাণ শেষে ৭ বৎসর পর সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে উম্মুক্ত থাকিবে। বাবাভান্ডারীর নতুন রওজায় ভক্ত আশেকান জায়েরিনদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রহমান মঞ্জিল কতৃপক্ষ। কতৃপক্ষের পাঠানো বিবৃতিতে বলা হয়,উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারী তরিকার হযরত গাউছুল আজম শাহ ছুফী মাওলানা আল্ সৈয়দ গোলামুর রহমান আল্ হাচানী আল মাইজভান্ডারীর রওজা শরীফের কাজ আরো দৃষ্টিনন্দন ও কারু কাজ করে পূণঃনির্মান করা হয়েছে। যাতে করে আশেকান,জায়েরিনগন নির্বিঘ্নে নামাজ,কালাম,জিকির আজকার, তসবি কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগীতে মসগুল থেকে রুহের খোরাখ জোগান দিতে পারেন। উল্লেখ্য ২০১৭ সালের ৮ এপ্রিল পূণঃ নির্মাণ কাজ শুরু হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com