রাউজান প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, ১৯৭১ সালের যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেছিল তাদের দোসররা কিন্তু এখনো চক্রান্ত করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাজক থাকতে হবে। গতকাল রবিবার বিকালে রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘কারো দ্বারা যাতে সাধারণ মানুষ তথা জানমালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে। স্বেচ্ছাসেবক দল শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধ থাকলে হবে না। বৃক্ষরোপণ থেকে শুরু করে উন্নয়নমূলক কর্মকাণ্ড, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. মুছা মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হাওলাদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম, সদস্য সচিব মো. আকবর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ইউসুফ তালুকদার, পৌরসভার আহবায়ক মো. শাহাদাত হোসেন মির্জা। একরাম মিয়া ও মাসুদ রাসেল পারভেজ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মেনন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, আবদু ছবুর। এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রদীপ শীল, রাউজান -০৭.০৯.২৫।