1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি।

নিজের ও পরিবারের স্বচ্ছলতার জন্য সংযুক্ত আরব আমিরাত,সৌদি আরব ও সালতানাত অব ওমান প্রবাসে গিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গত এক বছরে এক গৃহবধূ ও এক শিশু সহ সড়ক দূর্ঘটনা ৭ জন,কাজে দেওয়াল চাপায় ১ জন,কাজে বিদ্যুৎতায়িত হয়ে ১ জন, হৃদরোগে ৪ জন ও খুন ১ জনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। তৎমধ্যে কিশোরী রাফিয়া ওমরা হজ্বে যাবার সময় সড়ক দূর্ঘনায় মৃত্যুর পর তার লাশ রিয়াদ মোজামিয়ায় নামক স্থানে দাফন করা হয়। আর সড়ক দূর্ঘটনায় নিহত শিশু আয়দা সহ ১১ জনের লাশ দেশের নিজ বাড়ীতে নিয়ে এসে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। এসব লাশ দেশের বাড়ীতে নিয়ে আসলে স্বজনদের আহাজারীতে হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়। এসময় পাড়া প্রতিবেশী আত্নীয়-স্বজনসহ হাজারো নারী-পুরুষ ছুটে আসে শেষ বিদায়ে ; শেষ বারের মতো দেখার জন্য।
সবশেষে বৃহস্পতিবার ১৫ জানুয়ারী রাতে আসছে একই পরিবারের ৩ জনের লাশ উপজেলার ছোট ছিলোনিয়া গ্রামে। ইতোমধ্যে খনন করা হয়েছে ৩ জনের কবর। শোকে কাতর সুন্দুরপুর ইউপির ছিলোনিয়া গ্রামের ও হারুয়াল ছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামের সর্বস্তরের মানুষ।
জানা যায়,সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রদেশে ফটিকছড়ি উপজেলার নাজমুল ফারুক সুমন (৩০) নামের এক যুবক চুরিকাঘাতে খুন হয়। ঘটনাটি ঘটে ছিল ২০২৫ সালের ২২ জানুয়ারী সকালে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে। সে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিন রাঙ্গামাটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির জনৈক মৃত নুরুল আলমের পুত্র।
সৌদি আরবের আবহা প্রদেশের কামিস মোসায়েত এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ছবুর খান (৫৮) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয় ২০২৫ সালের ১৯ এপ্রিল।সে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের মুল্লুক শাহ্ চৌধুরী বাড়ীর মরহুম খায়রুজ্জামানের ছেলে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোরশেদুল আলম বাবু (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয় ২০২৫ সালের ২৮ মে।সে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের মৃত জমিল হোসেনের পুত্র।
সালতানাত অব ওমানের মাস্কাট-সোহার প্রধান সড়কের মাবেলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সাফিয়া হোসাইন আয়দা নামে তিন বছর বয়সী এক শিশু কন্যার ২০২৫ সালের ২৩ জুলাই মৃত্যু হয়।
সে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম কাঞ্চননগর গ্রামের ডা.ফিরোজ বাড়ির শাহাদাত হোসেন সুমনের কন্যা।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সুমন (২৫) নামে ফটিকছড়ির এক যুবক ২০২৫ সালের ১৫ আগষ্ট প্রাণ হারায়। সে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিলাপাড়ার নুরুল ইসলামের পুত্র।
সৌদি আরবের আল-কামিছ প্রদেশে ফটিকছড়ি পৌর এলাকার মুহাম্মদ তৈয়ব (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ১৯ আগষ্ট রাতে মারা যায়। সে পৌরসভার ৫নং ওয়ার্ডর শহর আলী চৌধুরীর বাড়ির মরহুম হাফেজ আবুল খায়েরের পুত্র।
সালতানাত অব ওমানের ওমানের মুবেলা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি দেওয়াল ধসে পড়ে ফটিকছড়ি পৌর এলাকার মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) ২০২৫ সালের ১৩ অক্টোবর প্রাণ হারায়। সে পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মৃত মো.রমজান আলীর ছেলে।
মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমানের জোলান বোয়ালি এলাকা থেকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের আবুল মুনছুর (৪৩) ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ ২০২৫ সালের ২০ নভেম্বর।
সে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রদেশ থেকে ওমরা হজ্ব আদায়ের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় রাফিয়া (১৫) নামে এক কিশোরী ২০২৫ সালের ২১ ডিসেম্বর নিহত হয়। রিয়াদ মোজামিয়ায় নামক স্থানে তাকে দাফন করা হয়। সে ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড পরান চৌধুরী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইয়ুবের কনিষ্ট মেয়ে।

সৌদি আরবের মক্কায় জেবলসুর জারাল কুদাই নামক এলাকায় ফটিকছড়ি উপজেলার মো: আজগর আলী (২০) নামের এক যুবকের ২০২৫ সালের ২৯ ডিসেম্বর নিজ শয়ন কক্ষে মৃত্যু হয়। সে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং খসির মোহাম্মদ চৌধুরী বাড়ির মোহাম্মদ এয়াকুবের ছেলে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রদেশের মোছাফ্ফা এলাকায় ফটিকছড়ির মোহাম্মদ মুছা (৩০) নামের এক প্রবাসী মৃত্যু হয় ঘুমের মধ্যে ২০২৬ সালের ২ জানুয়ারী।
সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটি বাজার নামক স্থানের ফজল ডাক্তার বাড়ির আবু তালেবের ছেলে।
সালতানাত অব ওমানে গোল্ডন ভিসাধারী ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকায় মো: শফিউল আলম পরিবার নিয়ে থাকেন। গত ৯ জানুয়ারী রাতে সালালাহ এলাকার তামরীদ সড়কে তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটির সামনে একটি উট পড়লে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিউল আলমের স্ত্রী বিলকিছ আকতার  (৪০),পুত্র সাকিবুল হাসান সবুজ(২৩) মেয়ের জামতা পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামের মোহাম্মদ দিদারুল আলম (৩০) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রান হারায়।
এছাড়াও ২০২৪ সালের ২৬ মে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকার মুহাম্মদ রুভেল (২৫) সৌদি আরব গমন করে। যাবার ৫০ দিন পর তাকে বেলছা দিয়ে পিটিয়ে আহত করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে দেশে আইনী পক্রিয়া শেষে অবশেষে ৩ শত ৫৩ দিন পর দেশের গ্রামের বাড়ীতে ২০২৫ সালের ৫ জুলাই লাশ বাড়ীতে নিয়ে আসা হয়। সে ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিণা গ্রামের তালুকদার পাড়ার জনৈক ফুল মিয়ার ছেলে।
এদিকে ওমানে নিহত সুন্দরপুরের ছোট ছিলোনিয়া গ্রামের আলহাজ্ব মোহাম্মদ শফিউল আলম(প্রকাশ আলম)এর সহধর্মিণী বিলকিস আকতার,একমাত্র সন্তান সাকিবুল হাসান সবুজ ও তার মেয়ের জামাতা দিদারুল আলমসহ নিহত ৩ জনের লাশ বৃহস্পতিবার ১৫ জানুয়ারী রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে গ্রহন করবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট