আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় বৈরাগ ইউনিয়ন শাখার কার্যালয়ে এ সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বৈরাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আনিসুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, আগামীর প্রজন্মের ভোট হোক দাঁড়িপাল্লা মার্কায়। জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে আমরা শান্তি ও ন্যায়ের সমাজ গড়তে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও কর্ণফুলী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসমাইল হক্কানি, আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গণি, বাকলিয়া থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাছির উদ্দীন শাহ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি হাফেজ মিজানুল করিম সিহাব, প্রমুখ।