
রফিকুল আলম,ফটিকছড়ি :
নারী ও কন্যার প্রতি সহিংসতা ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে,ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে”অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় র্যালি শেষে অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে মঙ্গলবার ৯ ডিসেম্বর অনুষ্টিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ছফি উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,সমবায় কর্মকর্তা শহিদ উল্লাহ ভূঁয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,সৈয়দ মুহাম্মদ ইউসুফ,এড.আহমদ করিম,এস আই সুৃমন ও এস আই বজলুর রহিম।
শিক্ষিকা পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,অদম্য নারী পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা জোহরা খানম,নাছিমা বেগম ও উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী নিজাম উদ্দিন ভুঁইয়া।
আলেচনা সভা শেষে অতিথিরা অদম্য নারী জোহরা খানম,নাছিমা বেগম ও সৈয়দা মোছাম্মৎ কুনসুমা আকতারের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।