
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ফটিকছড়ির বাণিজ্যিক এলাকা হেয়াঁকোতে চাঁদাবাজি, জায়গা দখল ও বালু ব্যবসা নিয়ে বিএনপি’র দু,গ্রুপের মধ্যে গত কিছু দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনায় কয়েকটি মামলা ও হয়েছে। এসব নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সর্বশেষ শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হেয়াঁকো ফরেষ্ট এলাকায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হেয়াঁকো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেয়াঁকো বাজার ও আশেপাশের এলাকায় যে কোনো সভা, সমাবেশ,মিছিল করার জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি নেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে,হিল এলাকা হিসেবে হেয়াঁকো ফরেষ্ট এলাকায় সন্ধ্যা ৬ টার পর যানবাহন চলাচলে বিধি নিষেধের কারনে গেইট বন্ধ করা হয়।পরে বালু ভর্তি গাড়ী ফরেষ্ট এলাকায় আসলে আটকে পড়ে। অবৈধ বালু সিন্ডিকেট সদস্যরা ফরেষ্ট অফিসে হামলা করার চেষ্টা করে। কিন্তু সি সি ক্যামরা থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি।
গত শুক্রবার রাত ৯টার দিকে ভূজপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসাইন মুঠোফোনে বলেন,সন্ধ্যায় বালু ভর্তি গাড়ীসহ বেশ কিছু গাড়ী আটক করে হেয়াঁকো ফরেষ্ট অফিস। আমি ফরেষ্ট অফিসের স্টাফ ফরহাদের ফোন পেয়ে সেখানে আসি।গাড়ীর বিষয়ে জানতে চাইলে ফরেষ্ট অফিসের স্টাফরা বলেন,সন্ধ্যার পর যাত্রীবাহী গাড়ী ছাড়া অন্য গাড়ী চলাচলে বিধি নিষেধ আছে। এসময় বিপ্লব সহ কয়েকজন সেখানে আসে। হঠাৎ বিপ্লব আমাকে খারাপ ব্যবহার করে মারধর করে।আমার নিকট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে ফরেষ্ট অফিসের স্টাফরা আমাকে রক্ষা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আসার পর আমরা চলে আসি।
এ বিষয়ে নাছির উদ্দিন বিপ্লবের নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,শাহদাতের বালু পাচার ও চাদাঁবাজি প্রতিহত করতে এলাকার মানুষ এগিয়ে যায়। আমি তার সাথে কোন কথা বলি নাই। মারধর করা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার প্রশ্নই আসে না। এ ঘটনায় আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত।
এবিষয়ে করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারেক রহমানের নিকট গত শনিবার বিকালে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি হেয়াঁকো ফরেষ্ট অফিসে অবস্থান করছি;এখানে কোন হামলার ঘটনা ঘটেনি। হিল এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধি নিষেধ আছে। যা এলাকার লোকজন বুঝে না।
দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,খবর পেয়ে হেয়াঁকো ফরেষ্ট অফিসে গিয়ে দেখি শাহাদাত সহ কয়েকজন বসে আছে। আমাদের উপস্থিত দেখে তারা চলে যায়।তাদের দু’ গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। তবে কোন ঘটনা ঘটেনি। হেয়াঁকো এলাকায় উপজেলা প্রশাসন সভা-সমাবেশ মিছিল করার জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি নেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলার ২ নং দাতঁমারা ইউনিয়নের হেয়াঁকো বাজারের উপর ফটিকছড়ির বৃহত্তম ব্যবসা কেন্দ্র ছাড়াও পার্বত্য খাগড়াছড়ি জেলার সাথে ঢাকা ও চট্টগ্রাম এর যোগাযোগের জংশন। সম্প্রতি বিভিন্ন কারণে সড়কে সভা, সমাবেশ,মিছিলের সময় সড়ক বন্ধ করার ঘটনা ঘটছে।এতে ব্যাবসা বানিজ্যের ক্ষতি ছাড়াও স্থানীয় জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ছে।
এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেয়াঁকো বাজার ও আশে- পাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ,মিছিল করার পূর্বে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর পূর্বানুমতি নেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।
উল্লেখ্য গত ২৫ আগস্ট উক্ত এলাকায় উক্ত দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হয়েছিল। তখন ও উপজেলা প্রশাসন সব ধরনের সভা সমাবেশ নিষেধ করে ছিলেন।