
রফিকুল আলম,ফটিকছড়ি :
মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমানে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের প্রবাসী আবুল মুনছুর (৪৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ।
গত বুধবার ২০ নভেম্বর দিবাগত রাতে ওমানের জোলান বোয়ালি এলাকার নিজ কক্ষের পাশের গলিতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
জানতে চাইলে গতকাল শুক্রবার বিকালে নিহত মুনছুরের বড় ভাই তৈয়ব বলেন, ঘটনার আগের রাতেও মনছুর পরিবারের সবার সঙ্গে হাসিখুশি কথা বলেছেন। তবে সে কি আত্নহত্যা করেছে না অন্য কোন ঘটনা তা রহস্য জনক। আশা করি সে দেশের পুলিশ প্রকৃত ঘটনা বের করবে। রমজান বাড়ীতে এসে মাত্র ৭০ দিন আগে ওমানের কর্মস্থলে চলে যায়। কি কারন এমন হলো বুঝতেছি না। তার লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা চলছে।
মনছুরের দুই কন্যা ও এক পুত্র রয়েছে।